• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিপুল পরিমাণ জাল দলিলসহ প্রতারক চক্র পুলিশের খাঁচায়

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০১৮, ১১:৩২ পূর্বাহ্ণ
বিপুল পরিমাণ জাল দলিলসহ প্রতারক চক্র পুলিশের খাঁচায়

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালে জাল দলিল তৈরির বিপুল পরিমাণ সামগ্রী ও সরঞ্জামসহ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বরিশাল নগরী এবং বানারীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় ব্রিটিশ আমল থেকে দলিল প্রস্তুতের স্ট্যাম্প, অসংখ্য জাল দলিল, বিভিন্ন অফিস আদালতের কয়েক শ’ সিল, ডিক্রি, আদালতের রায়ের কপি, ভুয়া ওয়ারেন্টসহ অনান্য কাগজপত্র উদ্ধার ও জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে আজ বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম) বরিশাল পুলিশ লাইনে ইন সার্ভিস সেন্টারে সংবাদ সম্মেলন করেছেন।

পুলিশ সুপার বলেন গোপন সংবাদেরভিত্তিতে বানারীপাড়া থানা পুলিশের একটি দল ইলুহার গ্রামে অভিযান চালায়। এসময় জাল দলিল প্রস্তুতের হোতা মহুরী আবদুল মন্নান তালুকদারকে আটক করে।

তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বরিশাল নগরীর চকবাজার ও বগুড়া রোড থেকে বাবুল চৌকিদার, শাহজাহান হাওলাদার ও নজর আলী মৃধাকে আটক করে, বাবুল চৌকিদার অনেক বছর যাবত চকবাজারের একটি আবাসিক হোটেলে স্থায়ী ভাবে থেকেই এই জাল দলিলের কাজ করত বলে জানায় একটি সূত্র । এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।