আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীর হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামে সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মাওলানা মো. ইব্রাহিম প্যাদা (২৫) নামে এক ইমামের মৃত্য হয়েছে। সে ওই গ্রামের মাওলানা মো. নজরুল ইসলাম প্যাদার ছেলে। জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের মাওলানা মো. নজরুল ইসলাম প্যাদার ছেলে মাওলানা মো. ইব্রাহিম (২৫) সোমবার সকাল ১১ টার সময় খাল থেকে ঘরের ট্যাঙ্কিতে পানি উঠানোর জন্য মটারের সাথে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পরেন। স্বজনরা দেখতে পেয়ে তাৎক্ষনিক তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। এসময় আমতলী হাসপাতালের জরুরী ভিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মাওলানা মো. ইব্রাহিম চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামের ইব্রাহিম খলিফা বাড়ির জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।