• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিতর্কের বেড়াজালে সাংসদ রিমন

abirdj
প্রকাশিত জুলাই ৭, ২০১৬, ১১:১৪ পূর্বাহ্ণ
বিতর্কের বেড়াজালে সাংসদ রিমন

কামরুন নাহার সালমা ॥ রাজাকার পুত্রবলায় ক্ষিপ্ত হয়ে নিজ দলীয়নেতাকর্মীদের উপর হামলা চালিয়েআহত করার অভিযোগ বরগুনারসাংসদ রিমনের বিরুদ্ধে। গতকাল দুপুরেবরগুনা সার্কিট হাউসের সামনে এ ঘটনাঘটে। আর তখন কেন্দ্রীয় আওয়ামীলীগনেতৃবৃন্দ সার্কিট হাউসের মধ্যে ছিলেন।বরগুনা সার্কিট হাউসেই চলছিলপাথরঘাটা উপজেলা আওয়ামী লীগেরকমিটি গঠন নিয়ে বর্ধিত সভা। আর এসভা চলাকালে দুই গ্র“পের সংঘর্ষ হয়।এতে প্রায় ২০ জন আহত হয়েছে।আহতদের বরগুনা জেনারেলহাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের মধ্যে অধিকাংশই জেলাআওয়ামী লীগের সহ-সভাপতি ওউপজেলা আওয়ামী লীগের সভাপতিপ্রার্থী ফারজানা সবুর রুমকির কর্মী বলেজানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন, জুয়েল (২২), মোহাম্মদ আলী (৫০), মো. গোলাম মোস্তফা (৬০), মো. সেলিম(৪৫), রামিম (৩৩), রাজিব (৩০) রুবেল (২৫), জাহাঙ্গীর (৪৫), রফিক(৬০), শাহিন (৩০), মনির (৬০) স্বপন(৫০)। আহত সবার বাড়ি পাথরঘাটাউপজেলার বিভিন্ন এলাকায়। আহতদেরমধ্যে রুবেল, সেলিম এবং স্বপনেরঅবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদেরউন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ইবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালেপাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আহতরাজানান, বাংলাদেশ আওয়ামী লীগেরকেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদককৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিননাসিম, কেন্দ্রীয় নেতা ও বরিশাল জেলাআওয়ামী লীগের সভাপতি আবুলহাসনাত আবদুল্লাহকে শুভেচ্ছা জানিয়েপাথরঘাটা উপজেলা আওয়ামী লীগেরসভাপতি প্রার্থী ফারজানা সবুর রুমকিরনেতৃত্বে একটি মিছিল সার্কিট হাউসেপৌঁছায়। এসময় তাদের হাতে‘রাজাকারের আস্তানা পাথরঘাটায় হবেনা, রাজাকারের সন্তানদের পাথরঘাটাআওয়ামী লীগে ঠাই নাই’ ফেস্টুন দেখেসেখানে উপস্থিত আরেক সভাপতি প্রার্থীবর্তমান সংসদ সদস্য শওকত হাচানুররহমান রিমনের লোকজন হঠাৎ রুমকিরঅনুসারীদের উপর অতর্কিত হামলাচালায়। এ সময় উভয় পক্ষের মধ্যেধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতেঅন্তত ১৭-২০ জন আহত হয়। পরেপুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগেরসভাপতি প্রার্থী ফারজানা সবুর রুমকিসাংবাদিকদের বলেন, ‘পাথরঘাটারজনগণ রাজাকার মুক্ত আওয়ামী লীগেরকমিটি চায়। তাই তারা কেন্দ্রীয় নেতাদেরকাছে তাদের দাবি জানাতে ফেস্টুন নিয়েমিছিল করে। এ সময় এমপি রিমনেরসন্ত্রাসীরা হামলা করে। এতে আমার কমপক্ষে ২০ জন কর্মী আহত হয়েছে। যেহেতুকেন্দ্রীয় নেতারা এ ঘটনাটি জানেন। সেক্ষেত্রে তাদের পদক্ষেপের ওপর ভিত্তি করেপরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বরগুনাসদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস মাসুদুজ জামান বলেন, ‘পুলিশের সতর্ক অবস্থানের কারণেসংঘর্ষটি ব্যাপক আকার ধারণ করতেপারেনি। এ ঘটনার পর পুলিশ আরওসতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরওবলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনওপক্ষই থানায় অভিযোগ করেননি।অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়াহবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশমোতায়েন করা হয়েছে।