• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিডি ক্লিন বরিশালের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

admin
প্রকাশিত জুন ২১, ২০১৯, ১৬:৪১ অপরাহ্ণ
বিডি ক্লিন বরিশালের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

শাওন অরন্য : বিডি ক্লিন টিম আজ পরিচ্ছন্নতার আন্দোলন ছড়িয়ে দিব মহাত্মা অশ্বিনী কুমার টাউন হলের আশাপাশ। আজ ২১ জুন শুক্রবার বিকাল ৪ টায় বিডি ক্লিন বরিশালের আয়োজনে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের আসে পাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়া হয়। এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন বিডি ক্লিন বরিশালের সমন্বয়ক মাসুদুর রহমান।

পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহন করেন বিডি ক্লিন বরিশালের (আইটি ও মিডিয়া) বিষয়ক অতিরিক্ত সমন্বয়ক তানভীর খান, (লজিস্টিক) বিষয়ক অতিরিক্ত সমন্বয়ক জায়েদ ইরফান।

এসময় আরো অংশ গ্রহন করেন বিডি ক্লিন বরিশালের সদস্য অপূর্ব চৌধুরী,
শুভ্র শুভ, নিয়াজ নবীন, সুমাইয়া, তিথি, মোঃ ইব্রাহিম, এস আলম জনি, নাজনিন, মোঃ সেলিম হাওলাদার, নাঈম এ সাব্বির, প্রদীপ দেব নাথ, আবদুর রহিম হাওলাদার, নিঝুম, অহিদুল, বর্ষা, কাবেরি, তিশা, সাফিউল মুমেনীন দিহান, রাইয়ান, ইলিয়াস, সাইদ বিল্লা, জয়ন্ত, শুভ, বিনোদ ভক্ত, বিনু সহ আরো অনেকে।

বিডি ক্লিন বরিশালের সদস্যদের শপথ গ্রহনের মাধ্যমে আজকের পরিস্কার পরিচ্ছন্ন অভিজান শুরু হয়।

বিডি ক্লিন বরিশালের বিভাগীয় সমন্বয়ক মাসুদুর রহমান বলেন, আমরা চাই বরিশাল একটি পরচ্ছন্ন নগরীতে পরিনত হোক। আর এ লক্ষ্য সামনে রেখে আমরা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছি। আজকের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান বিকাল ৪টায় শুরু হয়ে বিকাল ৬টায় শেষ হয়।