• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিচার প্রক্রিয়া আরও সহজতর করতে হবে: বরিশালে প্রধান বিচারপতি

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১৬:২২ অপরাহ্ণ
বিচার প্রক্রিয়া আরও সহজতর করতে হবে: বরিশালে প্রধান বিচারপতি

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ সাধারণ নাগরিকের জন্য বিচার প্রক্রিয়া আরও সহজলভ্য করার বিষয়ে তাগিদ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

তিনি বলেছেন-সাধারণ নাগরিকের জীবনে সংবিধানকে আরও কার্যকর ও অর্থবহ করে তুলতে হলে বিচার প্রক্রিয়াকে আরও সহজলভ্য, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক হতে হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এসময় তার সাথে ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সাত সদস্যর প্রতিনিধি দল।

প্রধান বিচারপতি আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইড কার্যক্রমসহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে আদালতের সার্বিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন।

ইউএনডিপি প্রতিনিধি দলের নেতৃবৃন্দরা জানিয়েছেন-দেশের গরিব ও অসহায় মানুষের বিচার প্রক্রিয়া আরও সহজতর করতে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

বরিশাল জেলা ও দায়রা জজ মো. ফারুক হোসেন জানিয়েছেন, আদালতের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে বেলা সাড়ে এগারোটায় নগরীর গ্র্যান্ডপার্ক হোটেলে অনুষ্ঠিত হয় জুডিশিয়াল ইন্ডিপেনডেন্সি অ্যান্ড ইফিশিয়েন্সি শীর্ষক সেমিনার।

প্রধান বিচারপতি ছাড়াও সেমিনারে ইউএনডিপি প্রতিনিধি দল, বিভাগের জেলা ও দায়রা জজ, বিচারক এবং আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান বিচারপতি আরও বলেছেন-আদালতের কার্যক্রমকে আরও দক্ষ ও স্বচ্ছ করতে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ডিজিটালাইজেশন আর বিলাসিতা নয়; এটি একটি প্রয়োজনীয়তা।

আধুনিক সরঞ্জাম এবং প্রযুক্তিকে একীভূত করার মাধ্যমে বিলম্ব কমাতে, স্বচ্ছতা বাড়াতে এবং মামলাকারীদের আরও নির্বিঘ্ন সেবা প্রদানে আমরা বদ্ধ পরিকর।

প্রধান বিচারপতি বলেন- এক্ষেত্র ইউএনডিপি অনুঘটক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বরিশাল জেলা ও দায়রা জজ মো. ফারুক হোসেন আরও জানিয়েছেন, বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিকভাবে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বরিশালে সর্বশেষ এ আয়োজন।