• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিচারপতি নাজমুল আহাসান মিজানের দ্বিতীয় বার্ষিকী পালন

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৪, ১৯:৪১ অপরাহ্ণ
বিচারপতি নাজমুল আহাসান মিজানের দ্বিতীয় বার্ষিকী পালন

মঈনুল ইসলাম সবুজ : বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান মিজান স্মৃতি সংসদের  উদ্যোগে  তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালনে আজ রবিবার সকাল ৯ টায় কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। নগরীর মুসলিম গোরস্থানে মরহুম বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান মিজানের কবরে পুষ্পস্তবক অপর্ন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানেই সংগঠনের উদ্যোগে দোওয়া মোনাজাত অনুষ্ঠি হয়।এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সাংগঠনিকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্মৃতি সংসদের আহবায়ক, প্রবীণ আইনজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল,যুগ্ম আহ্বায়ক ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হক, স্মৃতি সংসদের  সদস্য সচিব বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এম এ ফয়েজ,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির অ্যাডভোকেট  সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর, অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু,  অ্যাডভোকেট িবিশ্বনাথ দাশ মুন্সি, বাংলাদেশ শিক্ষক সমিতির অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মিজানুররহমান, প্রয়াত  বিচারপতি নাজমুল আহাসান মিজানের পরিবারের সদস্যরাসহ অন্যান্য ব্যক্তিবর্গ ।