• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপি’র ভাইস চেয়ারম্যানের বেতাগীতে পথসভা, নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৪, ১৮:২০ অপরাহ্ণ
বিএনপি’র ভাইস চেয়ারম্যানের বেতাগীতে পথসভা, নেতাকর্মীদের উপচে পড়া ভিড়

স্বপন কুমার ঢালী, বেতাগী॥ দলের কেউ অপকর্ম করলে ছাড় পাবে না, দল কখনও অপকর্মের দায়ভার নিবে না, নেতাকর্মীদের সকলের ধৈর্যধারণ করতে হবে। তৃনমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হবে। দলের হয়ে কেউ চাঁদাবাজি করলে রেহাই পাবে না।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় বরগুনা বেতাগী বাসস্ট্যান্ডে পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল ইসলাম মনি এসব কথা বলেন।

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল ইসলাম মনি’র বেতাগী বাসস্ট্যান্ডে পথসভায় দলের তৃনমূলের নেতাকর্মী উপচে পড়া ভিড় দেখা গেছে।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মীরা বিএনপি’র ভাইস চেয়ারম্যানেরর সাথে দেখা করতে পৌর শহরে ভিড় করেন। ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলে

এসময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মল্লিক, সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সারোয়ার রিয়াদ খান ,পৌর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাহিন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মনির হোসেন লাভলু,

প্রভাষক মো. মামুন পারভেজ আসাদ, মো. নেছার খান, পৌর বিএনপির’র যুগ্ম আহবায়ক মো.শাহাদাত খান ,পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. নুরুল ইসলাম পান্না, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. কোয়েল সিকদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. মশিউর রহমান,

উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আলহাজ্ব মো. কামাল হোসেন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক মো. রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক মো. জামাল হোসেন, পৌর শ্রমিক দলের আহবায়ক মো. আতিকুর রহমান পল্টু ,পৌর যুবদলের আহবায়ক মো. মোশারফ সিকদার,

যুগ্ম আহ্বায়ক শাহিন খান , কৃষক দলের আহবায়ক হাফিজুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শোয়েব কবির, ছাত্রদলের সদস্য সচিব মো. মাহমুদ মল্লিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নাঈম খান।