মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মেহেন্দিগঞ্জ উপজেলা বিআর ডিবি (পজিপ)’র হিসাব রক্ষক লিটু গুপ্ত কর্মকর্তা কর্মচারীদের ঋন ও বেতন ভাতার ১৪ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহ ধরে তিনি নিখোঁজ রয়েছেন এমন খবর জানাজানির পর বুধবার জেলা অফিস’র উপ-পরিচালক জহুরুল হক মৃধা’র নেতৃত্বে তদন্ত টিম মেহেন্দিগঞ্জে আসেন। অফিস সুত্রে জানা যায়, হিসাব রক্ষক লিটু গুপ্ত গত ১২ এপ্রিল বৃহস্পতিবার তার নিজ বাড়ি ফরিদপুরের গোপালগঞ্জের কোটালীপাড়ার উদ্দেশ্যে দুপুর আনুমানিক ১টার সময় রওয়ানা হয়। এর পর থেকে আর অফিসে আসেন নাই, অফিস’র ষ্টাফরা তার গ্রামের বাড়িতে খোঁজখবর নিয়ে জানতে পারেন ওই দিন নিজ বাড়িতে গিয়ে সেখান থেকে স্ত্রী এবং ছেলে সন্তান নিয়ে সে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। তবে কোথায় গেছে তার সঠিক ঠিকানা কেউ দিতে পারেনি। এমন কি সে থেকে তার মুঠোফোনটি বন্ধ রয়েছে বলে জানান।