• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাসের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত অন্তত ১০

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫, ১৯:৩৭ অপরাহ্ণ
বাসের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত অন্তত ১০

পিরোজপুরের স্বরূপকাঠি থেকে দুপুর আড়াইটায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনের একটি বাস ফরিদপুরের ভাঙ্গা এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে এক নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় স্বরূপকাঠি বাসস্ট্যান্ড থেকে সাকুরা পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বাসটি ফরিদপুরের ভাঙ্গা এলাকার বড়ইতলা নামক স্থানে পৌঁছলে বাসটিকে পেছন থেকে জ্বালানি কাঠবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়।এতে গাড়িটির পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তা থেকে ছিটকে পাশের জমিতে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা এক নারী যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

জানা গেছে, নিহত ওই নারী স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠি এলাকার চাল ব্যবসায়ী আমির হোসেনের স্ত্রী ফরিদা বেগম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।এদিকে ঘটনার পরপরই নিহত ওই নারী যাত্রীর বাড়ি স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের আকনবাড়িতে শোকের মাতম পড়ে যায়। আজ বুধবার দুপুরে নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।