• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২০, ১২:৫১ অপরাহ্ণ
বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

বিডি ক্রাইম ডেস্ক॥ সাভারের আশুলিয়ায় বাসের ধাক্কায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর জাতীয় স্মৃতিসৌধের ৩ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রিকশাচালক জুয়েল রানা (৪০), যাত্রী মালেকা (২২) ও তার মেয়ে ফাতেমা (৩)।

পুলিশ জানায়, সকালে জাতীয় স্মৃতিসৌধের ৩ নম্বর গেটের সামনে দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক ও দুই যাত্রী নিহত হন। তাৎক্ষণিক নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা ভূঁইয়া বলেন, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।