• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাল্যবিবাহ ও যৌতুক নিরোধক এবং আত্মহত্যা প্রতিরোধে কলাপাড়ায় উঠান বৈঠক

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২১, ২০২৫, ১৯:২১ অপরাহ্ণ
বাল্যবিবাহ ও যৌতুক নিরোধক এবং আত্মহত্যা প্রতিরোধে কলাপাড়ায় উঠান বৈঠক

তানজিল জামান জয়, কলাপাড়া॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বাল্যবিবাহ ও যৌতুক নিরোধক এবং আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব ইয়াসিন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খান এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ হুমায়ুন কবির।

বৈঠকের সভাপতিত্ব করেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আনোয়ার হোসেন।
বক্তারা বলেন, বাল্যবিবাহ, যৌতুক এবং আত্মহত্যা বর্তমান সমাজের জন্য এক গুরুতর সংকট।

এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবারের সচেতনতা, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং সমাজের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সঠিক শিক্ষা ও ইতিবাচক চিন্তার মাধ্যমে ভবিষ্যৎ গড়তে হবে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।