বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১লক্ষ ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট, চট ও বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। যার মুল্য রয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সহযোগীতায় ২ ফেব্রুয়ারী সকাল থেকে বিকেল পর্যন্ত বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুব্রত বিশ্বাস দাসের আদালত অভিযান চালিয়ে ১লক্ষ ৫হাজার মিটার অবৈধ কারেন্ট,চট ও বেহুন্দী জাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত জালের মুল্য রয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। অবৈধ জাল নদীর পাড়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আলম ও থানার এসআই জহিরুল আকন প্রমুখ।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আলম বলেন, দ্বিতীয় পর্যায়ের কম্বিং অপারেশনের অংশ হিসেবে আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের মুল্য প্রায় ১০ লক্ষ টাকা। এই অভিযান বাবুগঞ্জে চলমান থাকবে।