বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে ১০ম গ্রেডের দাবীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩) অক্টোবর বিকালে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ বাবুগঞ্জ শাখার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার ১৩৫ টি বিদ্যালয়ের তিন শতাধীক শিক্ষক অংশগ্রহণ করেন।মানববন্ধনে সহকারী শিক্ষক মো. আল আমিন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জহিরুল ইসলাম জাফর।
আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মুহাম্মদ আবুল কাশেম, মো. আবদুর রাজ্জাক, মো. জামাল হোসেন, গৌরাঙ্গ চন্দ্র দাস, মো. দেলোয়ার হোসেন, মুহাম্মদ সাইদুর রহমান মো. নাসির উদ্দিন, কাজী এনায়েত হোসেন বাকিউর রহমান পলাশ, রুবাইয়া খানম, মৌসুমি সুব্রত চন্দ্র রায়, মোস্তাফিজুর রহমান মুক্তা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম বেতন গ্রেড ১১০০০ টাকা মাত্র। বিভিন্ন ভাতাদি নিয়ে ১৭৬৫০ টাকা পায়। যেখানে টিফিন ভাতা ২০০শত টাকা। প্রতিদিন আমাদের জন্য টিফিন ভাতা ৬ টাকা। যা দিয়ে আজকাল মানসম্মত ১ কাপ চা পাওয়া যায় না। ১০ম গ্রেড আমাদের প্রাণের দাবী। যেখানে ৮ম শ্রেণি পাশ ড্রাইভারদের বেতন গ্রেড -১২। আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক মাননীয় প্রধান উপদেষ্টা বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মানে দৃঢ় প্রত্যায়ী। আশাকরি তিনি আমাদের যৌক্তিক দাবী বাস্তবায়ন করে বৈষম্য বিরোধী দেশ গঠনে সহযোগী হবে”।