• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাবুগঞ্জে  মহিলা মেম্বার লিপির দূর্নীতি ফাঁস করায় হুঙ্কার !!

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৭, ১৭:১৪ অপরাহ্ণ
বাবুগঞ্জে  মহিলা মেম্বার লিপির দূর্নীতি ফাঁস করায় হুঙ্কার !!

বাবুগঞ্জ প্রতিনিধি॥ বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের আলোচিত ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ফাতেমা আক্তার লিপির বিরুদ্ধে দূর্নীতির সংবাদ প্রকাশ করা হলে তেলে বেগুনে জলে উঠছে তিনি। বরিশালের বেশ কিছু সংবাদপত্র ও অনলাইন পত্রিকায়   অর্থের বিনিময়ে ভিজিডি ,বয়োস্ক ভাতা ,বিধবা ভাতা, গর্ভবতী ভাতা প্রদান এবং প্রকল্পের টাকায় নিজের ব্যাক্তিগত কাজ করানোর কথা উল্লেখ করে সংবাদ প্রচার করায় সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে সবাইকে তার ভিতরের রূপটি দেখার সূযোগ করে দিয়েছে। এদিকে ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিনের কাছে ভাতার নামে গৃহীত টাকা ফেরত চেয়ে মেম্বার লিপির বিরুদ্ধে নালিশ দিয়েছে ভুক্তভোগীরা। হিজলা গ্রামের আইয়ুব আলী খান, আমজেদ মৃধা ও পূর্ব পাংশার আব্দুর রশিদ মৃধা বলেন, মহিলা মেম্বার বয়োস্ক ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে কাগজপত্র ও টাকা নিয়ে এখন কোন খবর নাই তার। মেঘিয়া গ্রামের কুলসুম বেগম বলেন, বিধবা ভাতার কার্ড করে দেয়ার জন্য অর্থ নিয়ে ওই মেম্বার। এরকম ৩ টি ওয়ার্ডের প্রায় অর্ধ শতাধিক সহজ সরল লোকজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে নিরাশ করেছে ইউপি সদস্য লিপি বলে জানিয়েছে ভুক্তভোগীরা। নাম প্রকাশে অন ইচ্ছুক এক ইউপি সদস্য বলেন, খলিল মেম্বার, সাগর কাজী ও কবির হাওলাদার সহ কয়েকজনের সহযোগীতায় মহিলা মেম্বার এধরনের অন্যায় কাজে অনুপ্রানিত হচ্ছে। এব্যাপারে লিপির সাথে মোবাইল ফোনে কথা বলতে চাইলে তিনি এরিয়ে গিয়ে উপজেলা চেয়ারম্যানের ধন্যা দেন। ইউনিয়ন চেয়ারম্যান বলেন, কয়েকজন পরিষদে এসে ইউপিসদস্য লিপির বিরুদ্ধে নালিশ করে গেছেন। তাদের ভুল বুঝাবুঝির অবসান ঘটানোর পরামর্শ দিয়েছি। স্থানীয় এক সমাজ সেবী জানিয়েছে, লিপি আক্তার কাজের বিনিময়ে খাদ্য(কাবিখা) এর বরাদ্দের টাকায় রাস্তার কাজ না করিয়ে নিজের বাড়ির উঠান পাকা করিয়েছে এবং বাড়ীর টিউবয়েল বসানো জমি জবর দখল করায় তার বিরুদ্দে দুদকে একটি মামলা হয়েছিলো। তবে ওই মামলার বাদী  এ্যাড. মাসুদ বিষয়টি মিমাংশা হয়েছে বলে জানিয়েছে। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, তিনি তার বাড়ির সামনের রাস্তা মেরামতের প্রকল্প দেখিয়ে টিয়ারের ২৬ হাজার টাকা হজম করেছে। সমাজ কর্মী লায়লা কাজী বলেন, ইউপি সদস্য লিপির দূর্নীতি ঢাকতে সুশিল সমাজের লোকজনের বিরুদ্দে অপপ্রচার চালাচ্ছে। এছাড়া ভিজিডি ,বয়োস্ক ভাতা ,বিধবা ভাতা, গর্ভবতী ভাতা প্রদানের কথা বলে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। লিপি আক্তার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন,আমাকে হেও করার লক্ষে এসব তথ্য প্রদান করা হচ্ছে। মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন,এসব নিয়ে কাদা ছোরাছুরি না করে সমাধানের পথ খুজতে হবে।