বাবুগঞ্জ প্রতিনিধি :: বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের পূর্ব দেহেরগতি গ্রামের খলিলুর রহমানের ছেলে আবু নাসের টিপু(৪০) দীর্ঘদিন একই এলাকার মনিরুজ্জামানের স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক চালিয়ে আসছে বলে জানিয়েছেন প্রতক্ষদর্শীরা। বিষয়টি নিয়ে একাধিকবার এলাকায় শালিসি মিমাংসা হলেও লম্পট আবু নাসের টিপু অবৈধ সম্পর্ক চালিয়ে আসছে।
৯ নভেম্বর রাত তিনটার দিকে স্থানীয়রা ওই গৃহবধূর ঘর থেকে ধরে তাকে আটক করে গণধোলাই দেয়। পরে বাবুগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে ১২ নভেম্বর লম্পট টিপুর বোন শিউলী বেগম আদালতে গিয়ে স্থানীয় কয়েকজনের নামে উল্টো চাঁদাবাজি মামলা দায়ের করে হয়রানি করে আসছে।
মনিরুজ্জামানের বড় ভাই মতিউর রহমান বলেন, আমার ছোট ভাই মনিরুজ্জামান ঢাকা থাকায় ঘটনার পর আমি থানায় গিয়ে অভিযোগ করি।
পাশের ঘরের মর্জিনা বলেন, মনিরুজ্জামানের স্ত্রী দীর্ঘদিন যাবৎ অবৈধ সম্পর্কে জড়িত ছিলো টিপু। কিন্তু বিষয়টি একাধিকবার সবাইকে জানালেও কেউ কর্নপাত করে নি। বিষয়টি বাড়ির সবাই জানতো।