• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাবুগঞ্জের ইউএনও সুজিত হাওলাদার হোম কোয়ারেন্টাইনে

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২২, ২০২০, ১৯:৪২ অপরাহ্ণ
বাবুগঞ্জের ইউএনও সুজিত হাওলাদার হোম কোয়ারেন্টাইনে

আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ ॥

করোনা প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে গেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত হাওলাদার। ভারত থেকে ফিরে তিনি বাবুগঞ্জ উপজেলার সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

 

ভারতে প্রায় ২ মাসের চিকিৎসাজনিত ছুটি কাটিয়ে শনিবার সস্ত্রীক দেশে ফেরেন তিনি। তবে দেশে ফিরলেও ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (এসি ল্যান্ড) নুসরাত জাহান খানের কাছ থেকে রোববার নিজের দায়িত্বভার বুঝে নেননি তিনি। এসি ল্যান্ডকে দায়িত্বে রেখেই আগামী ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে গেছেন ইউএনও সুজিত হাওলাদার।

 

 

হোম কোয়ারেন্টাইনে থাকার সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জের ইউএনও সুজিত হাওলাদার মুঠোফোনে সমকালকে বলেন, ‘চিকিৎসাজনিত কারণে ২ মাসের ছুটি নিয়ে সপরিবারে ভারতে গিয়েছিলাম। তবে ওই ছুটি ১৫ দিন বাকি থাকতেই দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ফিরে আসি।

 

যদিও করোনা ভাইরাসে আক্রান্তের কোনো উপসর্গ আমার শরীরে নেই, তবুও সরকারি সিদ্ধান্ত মোতাবেক বাড়তি সতর্কতা অবলম্বনের জন্যই স্বেচ্ছায় আগামী ১৪ দিন নিজের সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

 

 

 

বিডি-ক্রাইম/ডেস্ক/এএশাওন