• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বানারীপাড়ায় মোবাইল কোর্টে এক প্রবাসী সহ ৫ জনকে অর্থদন্ড

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ১৯, ২০২০, ২১:৩৩ অপরাহ্ণ
বানারীপাড়ায় মোবাইল কোর্টে এক প্রবাসী সহ ৫ জনকে অর্থদন্ড

মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বানারীপাড়ায় করোনা ভাইরাস পরীক্ষায় হোম কোয়ারেন্টাইনে না থাকায় এক জর্ডান প্রবাসীকে মোবাইল কোর্টে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

 

এছাড়া বিভিন্ন অভিযোগে আরও ৪জনকে অর্থদন্ড করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামের রাজের বাড়িতে জর্ডান প্রবাসী মো.মোখলেচুর রহমানকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাস মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

 

জর্ডান থেকে এসে হোম কোয়ারেন্টাইনে না থেকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু কন্যার জ্বরের চিকিৎসা করাতে যাওয়ায় মোবাইল কোর্টে তাকে এ অর্থদন্ড করা হয়। এছাড়া জর্ডান প্রবাসী মোখলেচুর রহমান ও তার ভাই এবং স্পেন প্রবাসী পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বিপ্লব খানকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পৌর শহরের ৬ নং ওয়ার্ডে কোচিং সেন্টার পরিচালনার অভিযোগে ইব্রাহিম খন্দকারকে মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে করোনা ভাইরাসকে পুঁজি করে যাতে কেউ নিত্য পণ্যের বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য বন্দর বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

 

এসময় পিঁয়াজের দাম ৩৮ টাকার স্থলে ৬০ টাকা বিক্রির অভিযোগে বন্দর বাজারের মুদি ব্যবসায়ী বাবুল দাসকে মোবাইল কোর্টে ২ হাজার টাকা ও ৫ প্রকারের পণ্য না কিনলে হ্যান্ডওয়াস বিক্রি না করার অপরাধে পলাশ কুন্ডুকে ৫শ’ টাকা এবং মুদি দোকানী হাবিবুর রহমানকে পিঁয়াজের অতিরিক্ত মূল্য নেওয়ার অভিযোগে ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

 

বিডি-ক্রাইম/প্রতিনিধি/এএশাওন