বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশালের বানারীপাড়ায় সোহেল ওরফে ল্যাংড়া সোহেলের সহযোগী শামিমকে পিস্তল ও ১৬ পিচ ফেনসিডিলসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এঘটনায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বানারীপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষোপোতা গ্রামের সাকিল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে ফাঁসে গিয়ে শামীম হাওলাদার নামে একজনকে একটি পিস্তল ও ১৬ পিচ ফেনসিডিলসহ গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জানুয়ারী দুপুরের পরে গ্রেফতার করে বরিশাল ডিবি পুলিশের এসআই কাজী ওবায়েদুল ইসলামের নেতৃত্বে একটি দল। গ্রেফতারকৃত শামীম পার্শ্ববর্তী ঝালকাঠী সদর থানার রামচন্দ্রপুর গ্রামের মো.মালেক হাওলাদারের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল ওরফে ল্যাংড়া সোহেলের নির্দেশে শামীম ৫শত টাকার বিনিময়ে অন্য এক মাদক ব্যবসায়ী সাকিল মিয়াকে ফাঁসাতে সাকিলের মহিষোপোতা বাড়ির পাকের ঘরের চালের ভিতরে ১টি পিস্তল ও ১৬পিচ ফেনসিডিল রেখে আসেন। এঘটনায় জানতে পেরে বরিশাল ডিবি পুলিশ শামীমকে গ্রেফতার করলে আসল ঘটনা বের হয়ে আসে।
এঘটনায় বানারীপাড়া থানায় ডিবি পুলিশের এসআই কাজী ওবায়েদুল বাদী হয়ে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করলে ৩০ জানুয়ারী বিকেলে গ্রেফতারকৃতকে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এব্যাপারে বানারীপাড়া থানার ওসি মো.মাইনুল ইসলাম সাংবাদিকদের বলেন, অস্ত্র ও মাদকসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা তার বিরুদ্ধে থানায় মামলা করার পরে তাকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।