• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাকেরগঞ্জ ছাত্রলীগ সম্পাদক রিপনের ফেইসবুক পোস্টে বন্ধ হলো তুলাতলি ব্রিজে অবৈধ টোল আদায়

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০১৮, ১৫:৩৪ অপরাহ্ণ
বাকেরগঞ্জ ছাত্রলীগ সম্পাদক রিপনের ফেইসবুক পোস্টে বন্ধ হলো তুলাতলি ব্রিজে  অবৈধ টোল আদায়

নিজস্ব প্রতিবেদক ॥ ছাত্রলীগ সাধারন সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান রিপনের ফেইসবুক পোস্টে বন্ধ হলো দিন-দুপুরে প্রতারণার ফাদ। এলজিইডির টোলমুক্ত ব্রিজে তিনমাস ধরে টোল হাতিয়েছে বাকেরগঞ্জ পৌরসভার পাচ নং ওয়ার্ড আলীগের সভাপতির নেতৃত্বে প্রতারণা করে হাতিয়ে নেয়া হয়েছে মোটা অংকের টাকা। এনিয়ে ছবিসহ ফেইসবুক পেইজে ঘটনাটি আপলোড করলে টনক নড়ে এলজিইডি কর্তৃপক্ষের। এদিকে এনিয়ে বাকেরগঞ্জ পৌরসভার মেয়র মো: লোকমান ডাকুয়া বলেন, তুলাতলির নদীতে জেলা পরিষদ গোপনে ইজাড়া দিয়েছে কিন্তু ইজাড়া শেষ হওয়ার আগেই ব্রিজের কাজও শেষ হয়ে চলাচল শুরু হয়েছে। এসুযোগে অসাধু ইজাড়াদার বিভিন্ন যানবাহন থেকে টোল হাতিয়েছে এবং বিষয়টি আমি জানতে পেরে ব্যবস্থা নিয়েছি। এনিয়ে স্থানীয় একাধিকসূত্র জানায়, টোল আদায়কারী ওই গ্র“পটি লোকমান ডাকুয়ার আশির্বাদপুষ্ট। যদি তা না হয় তাহলে প্রায় তিনমাস ধরে টোল আদায় করা হয়েছে তাকি তার নজড়ে আসেনি। এখন জনরোষ এড়াতে বলছে ভিন্ন কথা। অপরদিকে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান রিপন বলেন, বাকেরগঞ্জের তুলাতলি ব্রিজটি বরিশাল এলজিইডি দপ্তর করেছে এবং টোলমুক্ত। কিন্তু ওই অসাধু মহলটি ব্রিজ থেকে পার হওয়া অটোরিক্সা, বাস, মটরসাইকেল, পিকআপ, মাহেন্দ্র এমনকি গবাধিপশু পার হলেও টোল নেয়া হচ্ছিল ঈদুল ফিতরের পর থেকেই। এনিয়ে আমি সম্প্রতি একটি ফেইসবুক পোস্ট করলে অবৈধ এ টোল আদায় বন্ধ হয়েছে। যেকারণে জনমনে স্বস্তিও বিরাজ করছে।