• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১০, ২০২০, ১৪:০২ অপরাহ্ণ
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মুনয়েম সাদ করোনায় আক্রান্ত হয়েছেন। তারা দুজনই বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ১০ টায় বিষয়টি নিশ্চিত করছেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান খান।

 

 

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে আসা রিপোর্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে তাদের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে বাসায় কোয়ারেন্টিনে থেকে পরীক্ষার জন্য নমুনা পাঠান।

 

স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৮ জুলাই বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নমুনা পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসাপতালের ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে ফলাফল পাওয়া যায়।