• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা ইয়াবাসহ আটক

admin
প্রকাশিত মে ৩১, ২০১৮, ১৯:৩৪ অপরাহ্ণ
বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় খান আবুল কালাম মোল্লা নামে এক ছাত্রলীগ নেতাকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খান আবুল কালাম মোল্লা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার দাউকাঠি গ্রামের মৃত আবুল হোসেন খানের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (ওসি) ফিরোজ কবির জানান- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি টিম খান আবুল কালাম মোল্লাকে গ্রেপ্তার করে।

ওই সময় তার শরীরে তল্লাশি করে ২০ পিস ইয়াবা পাওয়া যায়। এই ঘটনায় সংশ্লিষ্ট বাকেরগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।