• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাকেরগঞ্জে সাংবাদিক সালামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ১৮:২০ অপরাহ্ণ
বাকেরগঞ্জে সাংবাদিক সালামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বাকেরগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক, এশিয়ান টিভির বাকেরগঞ্জ প্রতিনিধি ইমরান খান সালামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বাকেরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, সহ সভাপতি জাকির জোমাদ্দার, হাফেজ খলিলুর রহমান, কাওসার হোসেন ক্ষৌনিশ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি গোলাম মোস্তফা তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, শামিম আহম্মেদ, মহিবুল ইসলাম সৌরভ, মো: মোহাসিন হোসেন মোল্লা, রায়হান হোসেন, বেল্লাল হোসেন, কামাল মৃধা, জহিরুল ইসলাম,মাইনুল ইসলাম, মেহেদী হাসান, মো: রাজিব হোসেন,আবু বকর,নাজমুল হাসান শান্ত,মো:হ্রদয় শিকদার প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে ইমরান খান সালামের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর রোববার বিকেলে পেশাগত দায়িত্ব পালনকালে পৌর শহরের সাহেবগঞ্জ এলাকায় স্থানীয় সবুজ নিকারি,রুহুল নিকারি, আবু বকর সরদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী সালামের ওপর অতর্কিত উপর্যুপরি হামলা চালায়।

এতে সালাম গুরুতর আহত হলে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।