• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাকেরগঞ্জে সড়ক নয়,যেন চাষের জমি!

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪, ২১:৫৬ অপরাহ্ণ
বাকেরগঞ্জে সড়ক নয়,যেন চাষের জমি!

বাকেরগঞ্জ প্রতিনিধি।।

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ভাঙ্গাপোল নামক স্থান হয়ে ভরপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আতাকাঠি গ্রামের প্রাণকেন্দ্র থেকে বয়ে গেছে আতাকাঠি সড়ক। সড়কের অপরপ্রান্ত সংযোগ হয়েছে বাকেরগঞ্জ বরগুনা আঞ্চলিক সড়ক হয়ে পাদ্রীশিবপুর ইউনিয়নের সাথে।

ভরপাশা ইউনিয়নের জন গুরুত্বপূর্ণ সড়কটির প্রায় ৪ কিলোমিটার বেহাল হয়ে পড়েছে। রাস্তাটি সংস্কার না হওয়ায় ইটের সলিং উঠে গেছে। সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। দেখে যেন মনে হয় চাষের জমি। চরম দুর্ভোগ নিয়ে চলাচল করে এই এলাকার মানুষ। দীর্ঘদিন ধরে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের অধিকাংশ স্থানে ইটের কোনো অস্তিত্ব নেই। মাঝেমধ্যে কিছু অংশে থাকলেও বেশির ভাগ স্থানেই ইট নেই। এতে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন আতাকাঠি, খেজুরা ভরপাশা, উত্তর ভরপাশা গ্রামের হাজার হাজার মানুষ দুর্ভোগ নিয়ে চলাচল করছে। এই সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার দশটিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা চলাচল করে।

উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী হাসনাইন হোসেন বলেন, ‘সড়কটি নতুন করে নির্মাণের জন্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে দেয়া রয়েছে। তবে প্রকল্পটির এখন পর্যন্ত তেমন কোন অগ্রগতি নেই।’