• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাকেরগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার আটক-১

admin
প্রকাশিত জানুয়ারি ১, ২০১৮, ১৪:৩৩ অপরাহ্ণ
বাকেরগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার আটক-১

 

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরাদিথেকে ভাড়ায় চালিত নলছিটির নিখোঁজ মোটরসাইকেল চালক রোমান হোসেন (২০) এর গলাকাটা লাশপশ্চিম চরাদি আলাউদ্দিন পুত্র আমানুল্লার ঘর থেকেউদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। এলাকাবাসীআমানুলকেআটক করে পুলিশে সোপর্দ করেছে।
জানা গেছে, গত ৩১ ডিসেম্বর নলছিটির পুরানবাজারের মাছ ব্যবসায়ী পৌর এলাকার খোজাখালী গ্রামের মো: বাদশার পুত্র ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রোমান হোসেন(২০) দুপুরের দিকে দুইজন যাত্রী নিয়ে নলছিটি থেকে দপদপিয়া যাওয়ার পর নিখোঁজ হয়। নিখোঁজ রোমানের পিতা-মাতা তার সন্ধান চালাতে থাকে। এরই মধ্যে সোমবার বেলা ১১টার দিকে বাকেরগঞ্জের জোলাখালী এলাকা থেকে জনৈক এলাকার মেম্বর পিতা-মাতা হত্যাকান্ডের ঘটনা অবহিত করেন। রোমানের পিতা-মাতা বাকেরগঞ্জ থানায় গিয়ে লাশ সনাক্ত করেন।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুজ্জামান জানান, বাকেরগঞ্জের আমানুল্লার ঘর থেকে
এসআই মোমিন এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার ও জনতা কর্তৃক আটক আমানুল্লা নামের এক যুবককে থানায় নিয়ে আসে। আটক আমানুল্লা জিজ্ঞাসাবাদে জানায়, তার বাড়ি নলছিটি পৌর এলাকার খোজাখালী গ্রামে, তার পিতার নাম মাওলানা আলাউদ্দিন। তার পিতা সূর্য্যপাশা মাদ্রাসার শিক্ষক ও খোজাখালী মামুন তালুকদারের বাড়ির জামে মসজিদের ইমাম। সে ও তার বন্ধু নলছিটির সুবিদপুর গ্রামের যুবক নলছিটি ডিগ্রী কলেজের ছাত্র মো: রোহান( আগে হাটহাজারী মাদ্রাসার ছাত্র) দু’জনে মিলে রোমানকে জবাই করে হত্যা করে। এলাকাবাসী ধাওয়া করে তাকে আটক করলেও রোহান পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।