• ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাকেরগঞ্জে ছাত্রদলের হামলার শিকার এলাকার সাধারণ যুবক

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৪, ২৩:০৭ অপরাহ্ণ
বাকেরগঞ্জে ছাত্রদলের হামলার শিকার এলাকার সাধারণ যুবক
বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশালের বাকেরগঞ্জের দতরা বাদ এলাকার ইউনুস আলী হাওলাদার এর পুত্র মুরাদ হোসেন রনি নামের এক যুবকের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বাকেরগঞ্জ দুধল ইউনিয়নের ছাত্রদলের সদস্যরা। এই বিষয়ে বাকেরগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায় বাকেরগঞ্জের দতরা বাদ গ্রামের , ফকির বাড়ি দরজার,মুড়ির মিলের সামনে নেয়াম ফকিরের দোকানে হঠাৎ করে উপস্থিত হয় ছাত্রদলের কিছু কর্মীবৃন্দ।তারা সেই দোকানে উপস্থিত হয়ে বেনসন সিগারেটের পুরো একটি আস্ত কার্টোন চায়।সেই সময় দোকানে উপস্থিত ছিলেন দোকান মালিক নেয়াম ফকিরের পুত্র নাঈম ফকির।
নাঈম ফকির তাদের কাছে সিগারেটের মূল্য চাইলে তারা দিতে অস্বীকার করেন। এবং নাঈম ফকির জানান আমার বাবা দোকানে উপস্থিত নেই আমি বিনা টাকয় দিতে পারবো না। এই কথা শুনে ছাত্রদলের সেই সকল সদস্যরা চরাও হয় এবং ১৩ বছরের শিশু নাঈম ফকিরকে মারধর করে।শিশুটিকে  মারধর করতে দেখে ঘটনাস্থলে উপস্থিত মুরাদ হোসেন রনি তাদেরকে বাধা প্রদান করে এবং শিশুটিকে  তাদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে।
শিশু নাঈম ফকিরকে বাঁচাতে চাওয়ার কারণে মুরাদ হোসেন রনির উপরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় ৪ নং দুধল ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাতুল শিকদার (৩০),(পিতা) সালাম শিকদার (৫৫), ইমরান হাওলাদার সাধারণ সম্পাদক ৪নং দুধাল ইউনিয়ন (২৯)
,(পিতা) বাবুল হাওলাদার (৫৫),সালাম শিকদার (৫৫)(পিতা) বারেক সিকদার (মৃত), খাইরুল হাওলাদার (২৮),(পিতা) খলিল হাওলাদার (৫০) এছাড়াও  অজ্ঞাত ছয় সাত জন।
মুরাদ হোসেন রনির বর্তমান অবস্থাতে বরিশাল সেবাচিমে চিকিৎসা রতো রয়েছেন।এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান বিষয়টি তদন্ত এবং মামলা প্রকিয়া চলমান।তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।।