• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাকেরগঞ্জে গীর্জা মহল্লায় রাতের আঁধারে অগ্নিসংযোগ

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০১৭, ১৭:৪১ অপরাহ্ণ
বাকেরগঞ্জে গীর্জা মহল্লায় রাতের আঁধারে অগ্নিসংযোগ

বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ বাকেরগঞ্জে পাদ্রীশিবপুর ইউনিয়নের পাদ্রীশিবপুর গ্রামের গীর্জা মহল্লায় কে বা কাহারা রাতের আঁধারে অগ্নিসংযোগ দিয়ে বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে। এ ঘটনায় গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারের মধ্যে ব্যাপক আতংক বিরাজ করছে। গত ১ ডিসেম্বর (শুক্রবার) আনুমানিক রাত ১১ টার দিকে উপজেলার পাদ্রীশিবপুর গ্রামের মৃত নিকোলাস গোমেজের পুত্র ইয়াং গোমেজের টিনসেড যুক্ত বসত ঘরে অজ্ঞাতনামা অপরাধীরা অগ্নিসংযোগ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গত ২ ডিসেম্বর (শনিবার) ভুক্তভোগী ইয়াং গোমেজ বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অগ্নিসংযোগের বিষয়ে ইয়াং গোমেজ বলেন, রাতের খাবার খেয়ে আমি ও আমার পরিবার রাত্রী নিদ্রায় গেলে সেই সুযোগে অজ্ঞাতনামা অপরাধীরা আমার টিনসেড যুক্ত ঘরটিতে অগ্নিসংযোগ দিয়ে পালিয়ে যায়। আগুনের লেলিন শিখায় আমার ঘরের আসবাবপত্র জ¦লতে দেখে ডাক-চিৎকার দিলে আশে-পাশের লোকজন ছুটে এসে আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিসংযোগের ফলে আমার প্রায় ৩ লক্ষ টাকার আসবাবপত্র ও কাঠের স্থুপ পুড়ে কয়লা হয়ে যায়। তিনি আরও জানান, গত ২৪ মার্চ ২০১১ সালে মৃত টেগন গোমেজের স্ত্রী রেভা গোমেজের বসত ঘরের দরজার ছিটকানি আটকিয়ে দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাতনামা অপরাধীরা। তখন বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়, কিন্তু বাকেরগঞ্জ থানার প্রশাসন আজও এর রহস্য উৎঘাটন করতে পারেনি। অতি শিঘ্রই অগ্নিসংযোগকারীদের চিহ্নিত না করা গেলে ভবিষ্যতে তারা আরও বড় ধরণের দুর্ঘটনাসহ প্রাণহানীর ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন। যত দ্রুত সম্ভব উক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছে ভুক্তভোগীর পরিবার ও গ্রামবাসী।