• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাকেরগঞ্জে এমপি’র প্রচেষ্টায় পাশ হলো সপ্নের গোমা সেতু

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০১৭, ১৫:১৮ অপরাহ্ণ
বাকেরগঞ্জে এমপি’র প্রচেষ্টায় পাশ হলো সপ্নের গোমা সেতু

বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার আর একটি বড় পদক্ষেপ বরিশালের পুর্বাঞ্চল বাসীর রাঙ্গামাটি নদীর উপর নির্মিত হবে স্বপ্নের ‘গোমা সেতু’ । ৫৭ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি হবে অত্যাধুনিক ডিজাইনে। খুব শিঘ্রই অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন শেষে কাজ শুরু হবে। বরিশাল ৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা’র নিরালস প্রচেষ্টায় গোমা সেতু পাশ হওয়ার খবরে পুর্বাঞ্চলের মানুষ উচ্ছাসে ফেটে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুক, টুইটার সহ নানান ভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়। বিশেষ করে বাকেরগঞ্জ উপজেলায় মিষ্টি বিতরণ সহ নানান ভাবে উল্লাস করা হয়। খোজ নিয়ে জানা গেছে, এই সেতু বাস্তবায়নে দীর্ঘ তিন বৎসর ছয় মাস নিরলস চেষ্টার পর অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের সভায় বাকেরগঞ্জবাসীর প্রাণের দাবী গোমা সেতু ৫৭ কোটি ৬৮ লক্ষ টাকা পাশ হয়। বাকেরগঞ্জের মানুষ এখন বাস্তবায়নের জন্য সরকারের দিকে মুখিয়ে আছে। এ বিষয়ে এমপি বলেন, “আমি গোমা সেতু বাস্তবায়ন করতে যাদের সহযোগিতা পেয়েছি বিশেষ করে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের। সেতু মন্ত্রনালয়ের কর্মকর্তা কর্মচারী ও পরিকল্পনা মন্ত্রনালয়ের কর্মকর্তা কর্মচারীদের অভিনন্দন। যে যেখানেই থাকিনা কেন আসুন আমরা সবাই মিলে উন্নত বাকেরগঞ্জ গড়ি।” বাকেরগঞ্জবাসী’র পক্ষ থেকে এমপি বেগম নাসরিন জাহান রতনা আমিনকে কৃতজ্ঞতা জানিয়েছে।