নিজস্ব প্রতিবেদক।।
বাকেরগঞ্জ উপজেলার গোমা ফেরিঘাটে অর্ধশত যাত্রী নিয়ে ট্রলার ডুবি। আজ মঙ্গলবার (২১ আগস্ট) সকাল আনুমানিক ৭ ঘটিকার সময়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় গোমা খেয়া ঘাটে ট্রলারে অতিরিক্ত যাত্রী বোঝাই করে নদী পারি দেয়। ট্রলারটি ঘাট দেওয়ার অাগেই ডুবে যায়। ঘটনার পর পর স্থানীয় জনগণ উদ্ধার অভিযান চালিয়ে নদী থেকে অধিকাংশ লোক উদ্ধার করে। ট্রলার ডুবি ঘটনা আনোয়ার হোসেন (৪৫) নামে একজনের মৃত্যু দেহ উদ্ধার করা হয়েছে, ও ২ জন এখনো নিখোঁজ বলে জানা গেছে ।
মৃত আনোয়ার বাকেরগঞ্জের সাত নম্বর কবাই ইউনিয়নের খোদাবাঁশকাঠী গ্রামের বাসিন্দা ও একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।
বিষয়টি জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল নৌ স্টেশনের মো. হাবিবুর রহমান। তিনি জানান, সকালে ট্রলার ডুবির ঘটনার খবর শুনে সেখানে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। বাকেরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনা স্থলে উদ্ধার অভিযানের তদারকির দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য গত ঈদুল ফিতর এর পরের দিন একই উপজেলার ডিসি রোড খেয়া ঘাটে ট্রলার ডুবি ঘটনা ঘটে। তখন ২ জনের মৃত্যু হয়।