• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাউফলে সড়ক দুর্ঘটনায় জামায়াত-নেতা নিহত

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪, ১৭:৪৭ অপরাহ্ণ
বাউফলে সড়ক দুর্ঘটনায় জামায়াত-নেতা নিহত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মো. ইউনুচ বিশ্বাস নামে এক সহকারী প্রধান শিক্ষক ও জামায়াত-নেতা নিহত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা গামী অন্তরা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে সোমবার সন্ধা সাড়ে ছয় টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মো. ইউনুচ বিশ্বাস গতকাল সন্ধায় নিজে হোন্ডা যোগে বরিশাল তার কর্মস্থল থেকে বাউফল আসার পথে ঢাকাগামী অন্তরা বাসের সাথে ধাক্কা খেয়ে তিনি গাড়িহ ছিটকে পরে যান। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ইউনুচ বিশ্বাসের গ্রামের বাড়ি বাউফলে নওমালা ইউনিয়নে। তিনি বরিশালের পলাশপুর আলহাজ্ব দলিল উদ্দিন বালিক মাধ্যমিক বিদ্যালরে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত এবং বাউফলের নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি বাউফল বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালনসহ জামায়াতে ইসলামীর অনেক গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন।

মো. ইউনুচ বিশ্বাসের মৃত্যুতে শোক প্রকাশ করেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি শোক বার্তায় বলেন মো ইউনুচ বিশ্বাস বাউফলে ইসলামী আন্দোলনের একজন সক্রীয় কর্মী হিসেবে অনেক অবদান রয়েছে। তার মৃত্যুতে ইসলামী আন্দোলনে অনেক ক্ষতি হয়ে গেছে। তার প্রতিটি ভালো কাজগুলোকে কবুল করে আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচু মাকাম দান করেণ। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান। এছাড়াও শোক প্রকাশ করেণ পটুয়াখালী জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহাসান বাউফল উপজেলা জামায়াতের আমীর মাও. মো. রফিকুল ইসলাম সেক্রেটারী অধ্যাপক খালেদুর রহমান, অধ্যক্ষ আলহাজ মাওলানা আবদুল গনি, অধ্যক্ষ আবদুদ দাইয়ান।

মহরুমের জনাজা নামাজ মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।