• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাউফলে শিক্ষার্থীদের সাথে ইউএনওর মতবিনিময়

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২৩, ১৭:৩৯ অপরাহ্ণ
বাউফলে শিক্ষার্থীদের সাথে ইউএনওর মতবিনিময়

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসারের সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ (৩০ সেপ্টেম্বর) শনিবার সকাল দশটায় কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ এর সভাপতিতে অনুষ্ঠিত সভায় বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী প্রধান অতিথি ছিলেন।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা পরিসংখ্যান অফিসার মো. সবুজ মিয়া, পটুয়াখালী জেলা পরিষদ সাবেক সদস্য সাংবাদিক হারুন অর রশিদ খান, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা বোরহান তালুকদার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব ফোরকান মেম্বার, জাকির হোসেন, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।