• ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাউফলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে যুবকের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৪, ১৯:০৯ অপরাহ্ণ
বাউফলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে যুবকের মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎ শক সার্কিটে মোঃ হেলাল গাজী, (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সারে ১১ টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামেএ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার কারখানা গ্রামের মৃত্যু মোঃ খালেক গাজীর ছেলে হেলাল গাজী ঘটনার দিন বেলা সারে ১১ টার দিকে তার আপন বড় ভাই মোঃ রুবেল গাজী এর বসত ঘর থেকে ছোট ভাই সোহেল গাজীর বসত করে বৈদ্যুতিক তার দিয়ে সংযোগ নেওয়ার সময় প্লাস দ্বারা তারের মাথা কর্তন কালে প্লাসের মাধ্যমে বিদ্যুৎ শক সার্কিটে উঠানে লুটিয়ে পড়ে।

উক্ত ঘটনাটি আত্মীয়-স্বজন দেখতে পেয়ে দ্রুত ভিকটিমকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

বর্তমানে ভিকটিমের লাশ পুলিশ হেফাজতে আছে । এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।