বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর বাউফলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বেল্লাল হোসেন নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সকালে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল ভবনের ছাদে এ ঘটনা ঘটেছে। বেল্লাল ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং দাসপাড়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের তাজউদ্দিন মৃধার ছেলে। জানা যায়, বেলা পৌনে ১১টার দিকে স্থাণীয় এক মিস্ত্রি ওই বিদ্যালয়ের ছাদে যায়।
এরপর কৌতুহলবসত ছাদে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয় বেল্লাল। ছাদে ছটফট করার শব্দ পেয়ে সহপাঠিরা দ্রুত বেল্লালকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী শিরীন বলেন, বিদ্যালয়ের মূল ফটকের সামনে তিন জন ব্যবসায়ী অবৈধভাবে দোকান তুলেছেন। তারা বিনা অনুমতিতে বিদ্যালয়ের ছাদে অ্যান্টেনা স্থাপন করেছেন। ওই অ্যান্টেনার কাজ করতে সকালে মিস্ত্রি ছাদে যায়। তখন বেল্লাল কৌতুহলবসত ছাদে গিয়ে বিদ্যুতায়িত অ্যান্টেনার মাধ্যমে দুর্ঘটনার শিকার হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত করে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার সঠিক কারন উদঘাটন করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, দ্রুততম সময়ের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। পটুয়াখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত “আমাদের নার্স, আমাদের ভবিষৎ,অর্থনৈতিক শক্তি,নার্সিং সেবার ভিত্তি” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে নানান আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস। নাসিং ইনস্টিটিউট এর আয়োজনে ১২ মে সকাল ১০টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গন থেকে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে একটি বনার্ঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নার্সিং ইনস্টিটিউট এর সামনে গিয়ে শেষ হয়। পরে নাসিং ইনস্টিটিউট এর হলরুমে নার্সিং ইনস্ট্রাকটর ইনচার্জ মোসাঃ রওশন আরা এব সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এর তত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা। এসময় বক্তব্য রাখেন নাসিং ইনস্ট্রাকটর খাদিজা বাসমিন,কাজল রানী দাস, মাহমুদা সুলতানা শিউলি, মোসাঃ ফাতেমা বেগম, জোৎসা রানী, রুবিনা ইয়াসমিন, বীনা রানী বড়াল, মনোয়ারা খাতুন, ডিপিএইচএম মমতাজ বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে কেক কাটা হয়।