• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাউফলে নৌকার প্রচার শেষে বাড়ি ফেরার পথে সংঘর্ষ, ২ ভাই নিহত

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৩, ২০:৪০ অপরাহ্ণ
বাউফলে নৌকার প্রচার শেষে বাড়ি ফেরার পথে সংঘর্ষ, ২ ভাই নিহত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ পটুয়াখালীর বাউফলে নৌকার প্রচার শেষে বাড়ি ফেরার পথে সংঘর্ষের ঘটনায় সেলিম মুন্সি (৪৫) ও আলাউদ্দিন মুন্সি (৫০) নামে দুই চাচাতো নিহত হয়েছেন।

জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ফুলবানু (৪৭) ও মার্জিয়া নামের দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জমি নিয়ে সেলিম মুন্সী গংয়ের সঙ্গে তার চাচাতো ভাই আলাউদ্দিন গংয়ের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে সেলিম মুন্সী নৌকা মার্কার প্রচার চালিয়ে বাড়ি ফেরার সময় পথে আলাউদ্দিন মুন্সী গং তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে খুন করে।

ঘটনার সময় আলাউদ্দিন মুন্সীও মারা যান। তবে তিনি হামলার শিকার হয়ে মারা গেছেন নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তা জানা যায়নি।

৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাবুদ্দিন সাবু বলেন, সেলিম মুন্সী ও আলাউদ্দিন মুন্সী আপন চাচাতো ভাই। শুনেছি তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই সেলিম মুন্সীর ওপর হামলা করে। ঘটনাস্থলে তিনি মারা যান। তবে আলাউদ্দিন মুন্সী কীভাবে মারা গেছেন তা বলতে পারব না।

বাউফল থানার ওসি শোনিত কুমার গাইন বলেন, দুই পরিবারের পক্ষ থেকে দুটি হত্যা মামলা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।