• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাউফলে দ্বিতীয় শ্রেণি পড়ুয়ার আবদার পূরণ করলেন ইউএনও

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৩, ২০:১৪ অপরাহ্ণ
বাউফলে দ্বিতীয় শ্রেণি পড়ুয়ার আবদার পূরণ করলেন ইউএনও

পটুয়াখালী বাউফলে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া রাফিন হাওলাদারের আবদার পূরণ করলেন ইউএনও মোঃ বশির গাজী। বন্ধুদের নিয়ে খেলার জন্য তিনি ইউএনওর কাছে একটি ফুটবল চেয়ে নিজহস্তে চিঠি লিখেন এবং তিনি একাই সেই চিঠি নিয়ে বুধবার বিকালে ইউএনওর কার্যালয়ে যান এবং তার হাতে চিঠিটি তুলে দেন।

ইউএনও সেই চিঠি খুলে আশ্চর্য হয়ে যান। চিঠিতে রাফিন লিখেন, জনাব, বিনীত নিবেদন এইযে আমার একটি ফুটবল খুবই প্রয়োজন। আমাদের বন্ধুদের নিয়ে খেলার জন্য। ইউএনও খুদে এই শিক্ষার্থীর চিঠি পরে একটি ফুটবল কিনে দেন এবং শিশুটির সুন্দর মানুষিকতার জন্য ধন্যবাদ জানান।

শিশুটি ফুটবল নিয়ে আনন্দদমনে বাড়ি চলে যান। রাফিন বাউফল দাশপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।