• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাউফলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিক্ষক আহত

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৩, ১৮:১৩ অপরাহ্ণ
বাউফলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিক্ষক আহত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের আশুরির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস সালাম বাচ্চুকে (৫০) ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ৮ টার দিকে নওমালা ইউনিয়নের নিজবটকাজল গ্রামের মেছের আলী শিকদার বাড়ীর উত্তর পাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার রাতে স্থানীয় ছোলাবুনিয়া বাজার থেকে নিজবটকাজল গ্রামের নিজ বাড়ী ফিরছিলেন শিক্ষক আব্দুস সালাম। এ সময় বাড়ীর উত্তর পাশে পৌছালে একদল দুর্বৃত্তরা তার গতিরোধ করে শরীরের কোমরের নিচের অংশে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মোঃ রাকিবুল ইসলাম উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনার বিচার দাবি করে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান খান ফিরোজ।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিচুল হক বলেন, বিষয়টি আমি শুনেছি। লিখিতভাবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।