• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাউফলে তৃণমূল বিএনপির মনোনয়ন কিনেছেন ‘ভবঘুরে’!

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৩, ১৬:১৯ অপরাহ্ণ
বাউফলে তৃণমূল বিএনপির মনোনয়ন কিনেছেন ‘ভবঘুরে’!

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালী-২ (বাউফল) আসনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন মসিউল আলম ওরফে কায়েস মাহমুদ। তিনি এলাকায় একজন ‘ভবঘুরে’ হিসেবে পরিচিত। তৃণমূল বিএনপি থেকে তিনি এমপি পদে মনোনয়নপত্র ক্রয় করায় এলাকায় ব্যাপক আলোচিত হয়েছেন।

ঢাকার তোপখানায় তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করেন মসিউল আলম ওরফে কায়েস মাহমুদ।

মসিউল আলম ওরফে কায়েস মাহমুদ মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে সংসার চালান। কয়েক দিন আগেও একটি ব্যাংকের কালাইয়া বন্দর শাখা থেকে ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা নিয়েছেন। তার চিকিৎসার জন্য বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাউফল প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকের বরাবরে দরখাস্ত করেছেন।

উপজেলা ছাত্রদলের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক শাহীন রেজা বলেন, কায়েস মাহমুদ একজন সুযোগ সন্ধানী ও লোভী ব্যক্তি। হয়তো কোনো বিশেষ সুবিধার লোভে তিনি তৃণমূল বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে পটুয়াখালী-২ বাউফল আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয় করেছেন ১৩ জন। তাদের মধ্যে বর্তমান সংসদ সদস্য ছাড়াও উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ আইনজীবী রয়েছেন।

তারা হলেন- জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি, কৃষক লীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সামসুল হক রেজা, মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল,

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য জোবায়দুল হক রাসেল, অ্যাডভোকেট মিজানুর রহমান, কিসমত আরা হ্যাপি, খলিলুর রহমান মোহন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য হাসিবুল আলম তালুকদার, চুয়েটের সাবেক ভিপি মেজর অবসরপ্রাপ্ত ফিরোজ খাননুন ফরাজী, কেন্দ্রীয় যুবলীগের উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাশেদুল হাসান সুপ্ত, কালিশুরী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মাহবুবুর রহমান।