• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাউফলে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৩, ২০:৪৯ অপরাহ্ণ
বাউফলে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা

পটুয়াখালীর বাউফলে ৩ দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলা শুরু হয়েছে। রবিবার বাউফল উপজেলা পরিষদ চত্বরে বিকেল তিনটায় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বশির গাজী সভাপতি আয়োজিত মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার, ভেজার ওয়াকিল হাসান, বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
জানা গেছে, জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করা হয়।  স্থানীয় সরকার বিভাগে ন্যাস্ত এলজিইডি,  বিআরডিবি, ১৫টি ইউনিয়ন পরিষদ, বাউফল পৌরসভা, পল্লী সঞ্চয় ব্যাংক, সমবায় বিভাগ মেলায় অংশগ্রহণ করেন। ৩ দিনব্যাপী মেলায় দর্শকের উপস্থিতি ছিল দর্শনীয়।