• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাউফলে ইলিশ রক্ষা অভিযানে আওয়ামী লীগ নেতার বাধা, গুনলেন জরিমানা

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৩, ১৫:৩৭ অপরাহ্ণ
বাউফলে ইলিশ রক্ষা অভিযানে আওয়ামী লীগ নেতার বাধা, গুনলেন জরিমানা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ পটুয়াখালীর বাউফলে মা ইলিশ রক্ষা অভিযানে বাধা দেওয়ার অপরাধে হুমায়ুন কবির (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার কালিশুরি ইউনিয়নের কুমারখালী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ অভিযান চালান।

দণ্ডপ্রাপ্ত হুমায়ুন কবির কালিশুরি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শিবপুর গ্রামের নবী আলী সরদারের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও মো. বশির গাজী বলেন, শনিবার কালিশুরির কুমারখালী মাছ বাজারে চলমান মা ইলিশ রক্ষা অভিযানে যাই। তিন ব্যবসায়ীর কাছে মা ইলিশ পাওয়ায় তাদের আটক করা হয় এবং তাদের জরিমানার আওতায় নেওয়া হয়। এ সময় হঠাৎ স্থানীয় এক ব্যক্তি এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মাছ ও আসামিদের নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

ইউএনও আরও বলেন, এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।