• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাউফলের এলসিএস কর্মীদের চেক বিতরণ

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৩, ২০:১৮ অপরাহ্ণ
বাউফলের এলসিএস কর্মীদের চেক বিতরণ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় পটুয়াখালী জেলার বাউফল উপজেলাধীন পল্লী সড়ক, কালভার্ড মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের ৩ টি রাস্তায় প্রাপ্ত এলসিএস ৪০ জন কর্মীদের মাঝে ৩২ লক্ষ ৭৫ হাজার সাতশত টাকার চেক বিতরণ করা হয়।

আজ (২৫ সেপ্টেম্বর) সোমবার বিকাল ৩ ঘটিকায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে স্থানীয় সাংসদ সাবেক চিফহুইপ আ,স,ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলসিএস কর্মীদের মাঝে চেক বিতরণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসু, উপজেলা প্রকৌশলী মোঃ সুলতান হোসেন, নওমালা ইউ পি চেয়ারম্যান এড, কামাল হোসেন, আদাবাড়িয়ার চেয়ারম্যান মঞ্জুরুল আলম, সাবেক জেলা পরিষদ সদস হারুন অর রশিদ খান, প্রেসক্লাব বাউফল সাধারণ সম্পাদক মাহামুদ হাসান রুবেল, এলসিএস সদস্য ও এলজিইডির কর্মকর্তা কর্মচারী বৃন্ধ প্রমুখ।