• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ ব্যাংকের স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনঃনির্ধারণ

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০১৯, ১৮:৪৮ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনঃনির্ধারণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত স্বর্ণ স্মারক মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্বে) সাঈদা খানম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেট স্বর্ণে প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের প্রতিটি স্মারক মুদ্রার মূল্য ৪৫ হাজার টাকার স্থলে ৫০ হাজার টাকা এবং দু’টি স্মারক মুদ্রার মূল্য ৯০ হাজার টাকার স্থলে ১ লাখ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ ২০১৬ সালের ৩১ মার্চ প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য পঁয়তাল্লিশ হাজার টাকা নির্ধারণ করা হয়। ঐ সময়ের তুলনায় বর্তমান বাজারে স্বর্ণের মূল্য বেশি হওয়ায় প্রতিটি স্বর্ণ মুদ্রার মূল্য ৫০ হাজার টাকায় পুন:নির্ধারণ করা হলো।