• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে বর্তমানে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৪ লাখ মেট্রিক টন

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০১৯, ১৯:৫০ অপরাহ্ণ
বাংলাদেশে বর্তমানে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৪ লাখ মেট্রিক টন

 

মঙ্গলবার জাতীয় সংসদে তরিকত ফেডারেশনের সদস্য আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি একটি ট্রেড কনফারেন্সে যোগ দিতে অস্ট্রেলিয়া যাওয়ায় তার পক্ষে শিল্পমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, গত বছর পেঁয়াজের উৎপাদনের পরিমান ছিল ২৩ দশমিক ৩০ লাখ মিট্রিক টন। তবে এরমধ্যে ৩০ শতাংশ সংগ্রহকালীন এবং সংরক্ষণকালীন ক্ষতি বাদ দিয়ে এর পরিমান দাঁড়ায় ১৬ দশমিক ৩১ লাখ মেট্রিক টন। উৎপাদিত পেঁয়াজ স্থানীয় চাহিদা মিটানোর পক্ষে যথেষ্ট না হওয়ায় বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হয়।

বিএনপির সাংসদ জাহিদুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় গত কয়েকদিন আগে হঠাৎ পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে তুরস্কসহ প্রতিবেশি অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। ফলে শিগগিরই পেঁয়াজের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে।