স্বপন কুমার ঢালী, বেতাগী :বরগুনার বেতাগীতে শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেল তিনটায় বেতাগী উপজেলা কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” শ্লোগানকে সামনে রেখে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি।
মতবিনিময় সভায় বেতাগী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ কর্মকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন গুহ’র সঞ্চলনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জলিলুর রহমান খান নান্না, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কোয়েল সিকদার, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আলহাজ্ব কামাল হোসেন খান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহসানুল কবির সোহেবসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সভায় বেতাগী উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলেন, “বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই, আমরা সবাই এই দেশের নাগরিক। ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের রাষ্ট্র সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করে। তাই সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্ভয়ে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব।”
প্রধান অতিথি নূরুল ইসলাম মনি আরো বলেন, “বিএনপি সবসময় এ দেশের মানুষের পাশে থেকেছে, তাদের অধিকার রক্ষায় কাজ করেছে। সনাতন ধর্মাবলম্বীরা এই দেশের মাটিতে শত শত বছর ধরে বসবাস করছেন, তারা এই রাষ্ট্রেরই অংশ। কোন বিভেদ নয়, সম্প্রীতি ও ভ্রাতৃত্বই আমাদের মূল শক্তি। এবছর দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে একসাথে বসবাস করছে। এ সম্প্রীতির বন্ধন অটুট রাখাই সকলের দায়িত্ব। পূজা উদযাপন কমিটির নেতারা মন্দিরের নিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থা এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে হবে। কারণ ধর্মের পার্থক্য থাকলেও আমরা সবাই একই রাষ্ট্রের নাগরিক। বাংলাদেশের সংবিধানেও প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।
এসময় বিএনপি’র ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।