• ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বাংলাদেশের উন্নয়নে নেদারল্যান্ড সরকার কাজ করবে : আন্দ্রে কারসটেন্স

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪, ১৮:৪২ অপরাহ্ণ
বাংলাদেশের উন্নয়নে নেদারল্যান্ড সরকার কাজ করবে : আন্দ্রে কারসটেন্স

বিডি ক্রাইম ডেস্কঃ
বর্তমানে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময় পার করছে বলে মন্তব্য করেছেন, নেদারল্যান্ডস এ্যাম্বেসীর হেড অব মিশন আন্দ্রে কারসটেন্স। এ সময়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে বলেন তিনি।

আজ বুধবার (২৭ নভেম্বর) বিকেল চারটায় বরিশাল নগরীর সদর রোডের একটি আবাসিক হোটেলের সেমিনার রুমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নেদারল্যান্ড সরকারের সহযোগিতায় সমতায় তারুণ্য, ইয়ুথ ফর ইকুয়ালিটি প্রকল্প নিয়ে বরিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় তিনি বলেন, নেদারল্যান্ড সরকার বাংলাদেশের উন্নয়নে এক সাথে কাজ করবে। বাংলাদেশের একটা সোনালী অতীত আছে সেটিকে ধরে রাখতে হবে। তরুণরা একটা নতুন সময় নিয়ে এসেছে তাদেরকে সহযোগিতা করতে হবে।

মতবিনিময় কালে তিনি এ প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য নিয়েও বিস্তারিত আলোচনা করেন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়কসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।