চরফ্যাশন প্রতিনিধি॥ বিপদগ্রস্থ করতে অবমাননাকর ছবি, মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করাই সাইবার বোলিং।
বর্তমানে তা ছড়িয়ে ফাদে পড়ে শিক্ষার্থী ও যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় শিক্ষার্থীদেরকে সচেতন করতে বসুন্ধরা শুভসংঘ চরফ্যাশন উপজেলা কমিটির উদ্যোগে সাইবার বোলিং নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় মহিলা কলেজ হলরুমে এই আলোচনা সভা করা হয়।
কালের কন্ঠ চরফ্যাশন উপজেলা প্রতিনিধি কামরুল সিকদারের উপস্থাপনায় চরফ্যাশন বসুন্ধরা শুভসংঘ কমিটির উপদেষ্টা মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জিন্নাগড় সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মঞ্জুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্যে রাখেন বসুন্ধরা শুভসংঘের উপজেলা সভাপতি এম আমির হোসেন, চরফ্যাশন থানা সাব ইন্সেপেক্টর নাঈম, মহিলা কলেজ অধ্যাপক নুরুল হুদা রুমি বক্তৃতা করেন। অন্যদের মধ্যে শুভসংঘের উপদেষ্ট এম আবু সিদ্দিক, শুভ সংঘরে দপ্তর সম্পাদক সাংবাদিক শফি উল্লাহ শফি, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাঈম, মহিলা কলেজ অধ্যাপক ফারুক রানা, শিক্ষক প্রতিনিধি আকতার হোসেন, প্রভাষক ফারহানা আফরোজ মোস্তাফিজুর রহমান,মুকবুল আহমেদ, রাজিব মজুমদার,পিটার,শফিকুল ইসলাম, আছমা বেগম তানিয়াসহ কলেজ কয়েক’শ শিক্ষার্থীরা ওই সময় উপস্থিত ছিলেন।