বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৫ ডিসেম্বর ) সকাল সাড়ে নয়টায় বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে শহীদ মিনারের পাদদেশে শিক্ষার্থীদের বাল্য বিয়ের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এ সময় বসুন্ধরা শুভসংঘ বেতাগী উপজেলা শাখার সভাপতি মো: কামাল হোসেন খান বলেন, এই প্রজন্মকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এইজন্য সকল শিক্ষার্থীকে কঠোর ভূমিকা পালন করতে হবে।
জেষ্ঠ সহকারি শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস বলেন,’ বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতায় কুফল সম্পর্কে শিক্ষার্থীকে সচেতন করানো হয়েছে এবং শিক্ষার্থীদের সচেতনতায় পরিবারের অন্যান্য সদস্যারাও শিক্ষতে পারবে। বসুন্ধরা শুভসংঘের এই ধরণের আয়োজন একটি মহতী উদ্যোগ এবং এই আয়োজনকে স্বাগত জানাই।
বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী বলেন,’ বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতায় কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাল্য বিয়ে হলে একটি পরিবার ধ্বংস হবে।’
পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, জ্যেষ্ঠ সহকারি শিক্ষক মনোয়ারা বেগম, মো. আল আমিন, সহকারি শিক্ষক মো: ওমর ফারুক, সহকারি শিক্ষক মো. আল মামুন, ফাইজুর রহমান, সাবিনা ইয়াসমিন, আয়শা সিদ্দিকা, বশির আহমেদ, কম্পিউটার ল্যাব সহকারি আব্দুর রহমান।
শুভসংঘের বিদ্যালয় শাখার রাকিব, ক্রীড়া সম্পাদক বর্ন হাওলাদার, আসিফ বেপারী, উর্মি আক্তার, ঝুমা ঘরামী, অশোক শিয়ালী, সালমান প্রমুখ।