• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল-৪: স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের প্রার্থিতা বাতিল চেয়ে শাম্মী আহমেদের আপিল

বিডিক্রাইম
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৩, ১৫:৫৭ অপরাহ্ণ
বরিশাল-৪: স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের প্রার্থিতা বাতিল চেয়ে শাম্মী আহমেদের আপিল

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ।

শনিবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে শাম্মী আহমেদের প্রতিনিধি খালেদ মাসুদ এ আপিল আবেদন করেন। এতে তিনি পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনেন।

গত ৩ ডিসেম্বর বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের পাল্টাপাল্টি অভিযোগ থাকায় তাদের মনোনয়নপত্র স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা।

পরেরদিন তাদের ব্যাপারে শুনানি শেষে দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল এবং পঙ্কজ দেবনাথকে ভোটের লড়াইয়ের অনুমতি দেয় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

এখন হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে পঙ্কজ নাথের বিরুদ্ধে আপিল করলেন ড. শাম্মী।