বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ দ্বৈত নাগরিকত্ব থাকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি) সেই পেক্ষিতে আপিল শুনানী থাকলেও তারিখ পিছিয়েছে ইসি। শুক্রবার (১৫ ডিসেম্বর পুনরায় তার প্রার্থিতা নিয়ে শুনানি হবে।
১৪ ডিসেম্বর বৃহস্পতিবার নিবার্চন কমিশনে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
শাম্মী আহম্মেদের শুনানী আপিল ১৪ই ডিসেম্বর থাকলেও শুনানী আপিল কোর্টের বিচারকগণ তার শুনানি ১৫ই ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পযন্ত সময় ও তারিখ নির্ধারন করে দেন।
রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। এর মধ্যে ৩০টিরও বেশি আবেদন হয়েছে বৈধ ঘোষিত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল চেয়ে। আপিল শুনানি কার্যক্রম ছয় দিন চলবে।
আপিল শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত আছেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।