• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল-২ আসনে নৌকার সমর্থনে আওয়ামী লীগ নেতার প্রার্থিতা প্রত্যাহার

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৪, ১৮:৫৯ অপরাহ্ণ
বরিশাল-২ আসনে নৌকার সমর্থনে আওয়ামী লীগ নেতার প্রার্থিতা প্রত্যাহার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনের নৌকা মার্কার প্রার্থী রাশেদ খান মেননকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ মনিরুল ইসলাম। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বরিশাল জেলার উজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক নৌকা প্রার্থীর গণমিছিল পরবর্তী সভায় উপস্থিত থেকে তিনি এ সমর্থন জানান।

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে আগামী ৭ তারিখ সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত সাংসদ লুতফুল্লেসা খান বিউটি, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনিসুর রহমান,স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা, উজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।