• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল সাংবাদিক ইউয়িনের কার্য্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুলাই ৮, ২০১৯, ১৮:০৪ অপরাহ্ণ
বরিশাল সাংবাদিক ইউয়িনের কার্য্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :  গতকাল রবিবার সন্ধ্যায় অশ্বিনী কুমার হলে বরিশাল সাংবাদিক ইউয়িনের কার্যালয়ে কার্য্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ২০২১ সাল পর্যন্ত দুই বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে মুজিব বর্ষ ও বাঙালীর মহান স্বাধীনতার ৫০বছর পূর্তি উৎসব পালনের সিদ্ধান্তÍ গ্রহন করা হয়।

সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক পুলক চ্যার্টাজি কে আহবায়ক ও সহ সভাপতি সাংবাদিক সুশান্ত ঘোষকে সদস্য সচিব করে “মুজিব বর্ষ ও স্বাধীনতার ৫০বর্ষ পূর্তি উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে। সভায় বক্তব্য রাখেন,

বারশাল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক স্বপন খন্দকার, মোহম্মদ আলী খান জসিম, হেনরী স্বপন, নজরুল বিশ্বাস,বিধান সরকার, মঈনুল ইসলাম সবুজ, আরিফুর রহমান, মিথুন সাহা, খান রফিকুল, সুমন চৌধুরী প্রমুখ।