• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশাল সদর নৌ থানায় ১০ লাখ রেনুসহ আটক ৫

admin
প্রকাশিত জুন ২৩, ২০১৯, ১২:৩৬ অপরাহ্ণ
বরিশাল সদর নৌ থানায় ১০ লাখ রেনুসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর নৌ-থানা পুলিশের অভিযানে ১০ লাখ চিংড়ি রেনুসহ ৫জনকে আটক করা হয়েছে।

বরিশাল সদর নৌ- থানার সেকেন্ড অফিসার(এসআই) রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া সেতুর পূর্ব ঢালে অভিযান পরিচালনা কালে ট্রাক বোঝাই অবৈধ রেনু পোনা আটক করা হয়।

এসময় ট্রাকে থাকা ৫জনকে আটক করে নৌ-পুলিশ। আজ (২৩ জুন) বিকেল পৌনে ৫ টার দিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরিশাল কাউনিয়া থানার চরবাড়িয়া ইউনিয়নের লামচরী গ্রামের সুজন হাওলাদার (২৫), বরিশাল এয়ারপোর্ট থানার মাধবপাশা গ্রামের শামীম, খুলনার পাইপগাছা এলাকার মফিজুল ও আজাহারুল এবং ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকার ইমরানকে আটক করা হয়।

বরিশাল সদর নৌ- থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে। সরকারী নিয়ম অনুযায়ী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।